কমিশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘শ্রম সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে। এ কমিশন শ্রম অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়নের জন্য কাজ করবে।

কমিশনের সদস্য

soizd-sultan-uddin-ahmed

সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ

নির্বাহী পরিচালক, বিলস
d-mahfujul-hk

ড. মাহফুজুল হক

সাবেক সচিব, শ্রম কর্মসংস্থান এবং পরিবেশ মন্ত্রণালয় ও প্রফেসর, এডজান্ট ফ্যাকাল্টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস - বিইউপি
kamran-tanvirur-rhman

কামরান তানভিরুর রহমান

সভাপতি, বাংলাদেশীয় চা সংসদ
tpn-dtt

তপন দত্ত

সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র - টিইউসি
d-jakir-hosen

ড. জাকির হোসেন

অধ্যাপক, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী
coudhuree-asikul-alm

চৌধুরী আশিকুল আলম

সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও সমন্বয়কারী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ - স্কপ
sakil-akhtar-coudhuree

সাকিল আখতার চৌধুরী

সাধারন সম্পাদক, বাংলাদেশ লেবার ফেডারেশন - বিএলএফ ও মহাসচিব - ইন্টান্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন - বাংলাদেশ কাউন্সিল
soizd-nasim-mnjur

সৈয়দ নাসিম মঞ্জুর

সভাপতি, বাংলাদেশ চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (LFMEAB)
fjle-sameem-ehsan

ফজলে শামীম এহসান

সহ-সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (BKMEA)
e-en-em-saifuddin

এ এন এম সাইফুদ্দিন

সদস্য, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) সহায়তা কমিটি
faruk-ahammad

ফারুক আহাম্মাদ

মহাসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)
onnz-razhan

অনন্য রায়হান

চেয়ারপার্সন, আইস্যোশাল লিমিটেড
taslima-akhtar

তাসলিমা আখতার

সভাপ্রধান, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি