মতবিনিময় সভার শুরুতে কমিশনের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ও অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার আউটসোর্সিং শ্রমিকদের স্বাগত জানান। তিনি এই শ্রমিকদের নিযুক্ত প্রতিষ্ঠানে, পরিবারে ও সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা থাকলেও তাদের নিজেদের চাকরির কোন নিরাপত্তা নেই, ন্যূনতম শ্রমিক অধিকার ও সুরক্ষা নেই এবং তারা কোন সামাজিক সুরক্ষার আওতায় নেই মর্মে উল্লেখ করেন। তিনি বলেন একজন শ্রমিক যে পরিবেশে কাজ করেন ও থাকেন দিন শেষে তিনি সেই পরিবেশের কেউ না। এটি অত্যন্ত বেদনার ও লজ্জার। কমিশন আউটসোর্সিং শ্রমিকদের শ্রমিক হিসেবে অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের নিকট সুপারিশ পেশ করবেন মর্মে তিনি জানান।